গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)

ভোট কেন্দ্রের নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রস্তুতি প্রায় সম্পন্ন

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:২১ পিএম
ভোট কেন্দ্রের নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রস্তুতি প্রায় সম্পন্ন

         এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ সংসদীয় আসনের প্রতি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও ইফফাত জাহান তুলি। 

সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৩টি। এর প্রতিটিতে ৪ থেকে ৬টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৭ লক্ষ ২২ হাজার টাকা। ইতোমধ্যে ৪৪টি কেন্দ্রে সিসি ক্যামেরার জন্য বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ট ৭৯টি কেন্দ্রের জন্য বরাদ্দ শীঘ্রই পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। সহকারী রিটানিং  অফিসের দায়িত্বশীল উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সামাদ বলেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শীঘ্রই শুরু করা হবে। এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও ইউএনও ইফফাত জাহান তুলির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

উল্লেখ্য এ আসনে ১২৩টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪ লক্ষ ১৯ হাজার ১ শত ১১ জন ভোটা ভোটাধিকার প্রয়োজ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লক্ষ ৭ হাজার  ৫ শত ৭৩ জন, নারী ভোটার ২ লক্ষ ১১ হাজার ৫ শত ৩৫ জন এবং হিজরা ভোটার ৩ জন। মোট কক্ষের সংখ্যা ৭ শত ৭৩টি। এর মধ্যে স্থায়ী কক্ষ ৭ শত ৫টি এবং অস্থায়ী কক্ষ ৬৮টি।   

আপনার জেলার সংবাদ পড়তে