পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে স্বৈরাচারী শাসন চালানোর চেষ্টা কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না, ওই থাকবে না—এই ধরনের কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যারা এটি বলছে, তারা ন্যূনতম জ্ঞান ও শিক্ষা ছাড়া মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নতুন করে স্বৈরাচার গড়তে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না।”
তিনি আরও বলেন, “আমাদের ভুলে চলবে না, এই নতুন বাংলাদেশ এক হাজারেরও বেশি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, কারণ তারা সংস্কার ও পরিবর্তন চেয়েছিল। এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নিশ্চিত হবে। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে, যাতে নতুন স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসন আর সৃষ্টি না হতে পারে।”
সারজিস আলম জোর দেন, গণভোটে হ্যাঁ ভোট ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি প্রতীক জয়যুক্ত হয়ে বৈষম্যহীন ও আধুনিক পঞ্চগড় গড়ে তুলবে।”
প্রচারণাকালে সারজিস সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধানের প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা।