দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শেরপুর ডিসি উদ্যানে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা কার্যক্রমের ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল। এতে অতিথি হিসাবে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল বলেন, মননশীল বই পাঠ ও সুস্থ সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয়, যে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার প্রতি নির্ভরশীল হয়ে ওঠে তাদের চাইতে এরা (যারা বেশি বেশি বই পড়ে এবং সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকে) আলাদা প্রতিভার স্বাক্ষর রাখে এক সময়। তিনি এ ধরণের আয়োজন প্রতি বছর শেরপুরে আয়োজনের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
চার দিনব্যাপী এই বইমেলা ও শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান আয়োজক কমিটি।