১০ হাজার টন মসুর ডাল ও এক কোটি লিটার তেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৫২ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৭ পিএম
১০ হাজার টন মসুর ডাল ও এক কোটি লিটার তেল কিনছে সরকার
Government-purchase-lentils-soybean-oil-Bangladesh

রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে একসঙ্গে বিপুল পরিমাণ মসুর ডাল ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে মোট ব্যয় হবে প্রায় ২৫৭ কোটি টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনাকাটার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

বৈঠক সূত্র জানায়, ৫০ কেজির বস্তায় প্যাকেটজাত করে ১০টি লটে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। ঢাকার কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই ডাল সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৭০ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭০ টাকা ৯৬ পয়সা।

একই বৈঠকে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠান থেকে এই তেল কেনা হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে, যার জন্য ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। পাশাপাশি শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা, প্রতি লিটারের দাম ১৮৫ টাকা ৯০ পয়সা।

সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা হঠাৎ বেড়ে যায়। সে কারণে আগেভাগেই ডাল ও ভোজ্যতেল সংগ্রহের মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। বৈঠকে ডাল ও তেলের পাশাপাশি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে