কালীগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৮ পিএম
কালীগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহের কালীগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা।কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মারুফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

কর্মশালায় বক্তারা বলেন, বিএনপি সরকার গঠিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা অথবা চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্ত সমাজ গঠন এবং নারীদের স্বাবলম্বী করার নিশ্চয়তা দেওয়া হবে।

বক্তারা আরও জানান, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে বিএনপি সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানি প্রদান, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ১৯৯৩ সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারাদেশে বিস্তৃত করা।

এছাড়াও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে আরও কার্যকর ও শক্তিশালী করা, তাদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণের কথাও তুলে ধরা হয়।কর্মশালায় জানানো হয়, অন্যান্য ধর্মের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ) উপাসনালয়ের প্রধানদের জন্যও মাসিক সম্মানি ও ধর্মীয় উৎসব ভাতা প্রদান করা হবে এবং উল্লিখিত সুযোগ-সুবিধা সমভাবে প্রযোজ্য থাকবে।কর্মশালায় ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।