বিপুল ভোটে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ বিজয়ী হবে: মামুনুল হক

এফএনএস (সিলেট) | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:১২ পিএম
বিপুল ভোটে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ বিজয়ী হবে: মামুনুল হক

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কারণ দেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চায়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক একথা বলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিজয়ী করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম করতে হবে। এ সময় তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আল্লামা মামুনুল হক আরও বলেন, “শাহজালালের পুণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবে। আজকের এই জনসভা প্রমাণ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দাঁড়িপাল্লার ঘাঁটি।”

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে এখন পরিবর্তনের দাবি। মানুষ পুরোনো রাজনীতি আর দেখতে চায় না। সাধারণ জনগণ ইসলামী দলগুলোকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছে। ভবিষ্যতের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি। কারণ এই দেশ হজরত শাহজালাল (র.)-এর দেশ।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

“১১ দলীয় নির্বাচনী ঐক্য বিজয়ী হলে আগামী দিনের প্রধানমন্ত্রী সিলেট থেকেই আসবেন। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ছয়টি আসনে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বক্তব্যে প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে