সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

৭ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীগণ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম
৭ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীগণ

২০২৫সালের জুলাই মাস থেকে ২০২৬সালের চলতি জানুয়ারী মাস পর্যন্ত দীর্ঘ ৭মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৩১জন শিক্ষক-কর্মচারী। সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে কারিগরি শাখার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা বন্ধ রেখে বলে জানান, বিদ্যালয়ের ভুক্তভোগী সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলী খান লিটন। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন।

জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী কোন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে গেলে বিদ্যালয়ের মূল অংশ বা সাধারণ শাখার প্যাটার্নভুক্ত একজন জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করাসহ আর্থিক লেনদেনের জন্য ক্ষমতাপ্রাপ্ত হবেন। কিন্তু সরকারি ওই নিয়ম কানুন অমান্য করে রাজনৈতিক তদ্বিরে কারিগরি শাখার সহকারী শিক্ষক উক্ত আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন চাকরি থেকে অবসরে যাওয়া আরেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস। ফলে আইনী জটিলতার কারণে দীর্ঘ ৭মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে বিদ্যালয়ের ২৫জন শিক্ষক এবং ৭জন কর্মচারী। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করে বলেন স্থানীয় কর্তৃপক্ষ সব কিছু জানা সত্ত্বেও আইনী ওই জটিলতা নিরসনে কোন উদ্যোগ নেয়নি। ফলে তারা মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মীর রাশেদুজ্জামান বলেন আমি শিগগিরই আইনী জটিলতা নিরসন করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়ার ব্যবস্থা নেব।