রাজশাহীর পুঠিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নিবার্চনীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা মিলনায়তন রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজশাহী আফিয়া আক্তার। আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান,পুঠিয়া আর্মি ক্যাম্প ক্যাপ্টেন অনিম,রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান। উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবু দাস ও পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান।