টাঙ্গাইলের ভূঞাপুরে দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বাইতুল উলুম মাদরাসায় হিফজ ও কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কুরআন ও ছবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মুফতি শহিদুল্লাহ আন্দিপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শরিফুল ইসলাম কাশেমী। এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দসহ উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষকগণ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ৩৪ জন শিক্ষার্থী ছবক গ্রহণ করে। এর মধ্যে ৩০ জন বালক ও ৪ জন বালিকা শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বাইতুল উলুম মাদরাসা (পুরুষ ও মহিলা শাখা) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হিফজ ও কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।