কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৯ পিএম
কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য টাচিং সোলস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। একাডেমিক কো অর্ডিনেটর সৈয়দ মাহমুদ হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টি,এস আই পরিচালক মীর মাহমুদ হাসান,কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা  কবিতা আবৃত্তি,নৃত্য ও গান পরিবেশন করে।

আপনার জেলার সংবাদ পড়তে