জামায়াতের আমির বরিশালে যাচ্ছেন ৬ ফেব্রুয়ারি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০৮ পিএম
জামায়াতের আমির বরিশালে যাচ্ছেন ৬ ফেব্রুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ) আসনের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-আগামী ৬ ফেব্রুয়ারি সকাল নয়টায় পাতারহাট আরসি কলেজ মাঠে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি আরও জানিয়েছেন-শান্তিপূর্ণভাবে নির্বাচনী জনসভা বাস্তবায়নে ইতোমধ্যে বাস্তবায়ন কমিটি ও প্রাথমিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।