ধানের শীষে ভোট দিলে বেকার সমস্যা সমাধান হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০৮ পিএম
ধানের শীষে ভোট দিলে বেকার সমস্যা সমাধান হবে: তারেক রহমান

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন, ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে। তিনি বলেন, “বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

সমাবেশে তারেক রহমান দেশজুড়ে যুবসমাজের কর্মসংস্থান, মাদক সমস্যা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ময়মনসিংহের কৃষিতে অনেক সমস্যা রয়েছে। আমরা ময়মনসিংহে মাছের পোনা রপ্তানি করে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছি। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বিষ সহযোগিতা করবো। এছাড়া জেলা হাসপাতালকে বড় করে হেলথকেয়ারে নাগরিকদের সুবিধা পৌঁছে দেব।”

বিএনপির চেয়ারম্যান কর্মসূচির মাধ্যমে দেশে যুবসমাজের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা এবং জলাধার ও খালের পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “মসজিদ ও মাদ্রাসার ইমাম-খতিবদের সম্মানী প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা হবে।”

তারেক রহমান নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর সমালোচনা করার প্রবণতাকে নিন্দা জানিয়ে বলেন, “অনেক দল আসে জনসভায় অন্য দলের সমালোচনা করতে। জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। দেশ ও মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির আছে। এ ধরনের গীবত কোনো লাভ দেয় না।”

সমাবেশে মঞ্চে ওঠার আগে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান। প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে ভোট প্রচারণা চালানোর আহ্বান জানান। সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ ও ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

আপনার জেলার সংবাদ পড়তে