কবুতর উড়িয়ে ঈদগাঁওতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২৫ পিএম
কবুতর উড়িয়ে ঈদগাঁওতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৭ জানুয়ারি মঙ্গলবার শুরু হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। এ সময় শান্তির প্রতীক কবুতর ওড়ানো হয়। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হকসহ অন্যরা। দুপুরে মেডেল, পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের। ইভেন্টের মধ্যে ছিল বিভিন্ন প্রকার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, রশি দৌড়, রিলে দৌড়, স্কিপিং,  মোরগ লড়াই, গোলক ও চাকতি নিক্ষেপ, ধা- ধা খেলা,  চাচা আপন বাঁচা, দাবা, ভারসাম্য দৌড়, ফুটবল, ব্যাডমিন্টন, শিক্ষকদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা প্রভৃতি। প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদেরকে চারটি হাউজে বিভক্ত করা হয়। হাউজগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। প্রতিটা হাউজে পৃথকভাবে বালক ও বালিকারা অবস্থানে ছিল। উদ্বোধনকালে শিক্ষার্থীরা মার্চ পাস প্রদর্শন ও মশাল প্রজ্জ্বলন করে। পুরস্কার বিতরণকালে অন্যদের মধ্যে ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন ও আব্দুর রহিম। বিচারক, শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতায় ছিলেন নুরুল কবির, মোঃ রেজাউল করিম, জসিম উদ্দিন, শাহ জালাল মুনির, অশ্রু রায়। ও ফাতেমা বেগম। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান। তাকে সহায়তা করেন রেফারি ছৈয়দ করিম ও মিজানুর রহমান। অন্যান্য শিক্ষকরা ছিলেন হাউজের দায়িত্বপ্রাপ্ত। 

২৮ জানুয়ারি এ প্রতিযোগিতা শেষ হতে পারে বলে জানান প্রধান শিক্ষক।

আপনার জেলার সংবাদ পড়তে