পুঠিয়ায় এসিল্যান্ডকে চেহারা বদলানোর হুমকি

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ পিএম
পুঠিয়ায় এসিল্যান্ডকে চেহারা বদলানোর হুমকি

রাজশাহীর পুঠিয়ায় সহকারি কমিশনার (ভূমি) শিবু দাসকে তার নিজ অফিসে ঢুকে চেহারা বদলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। অবশ্য পরে এই যুবককে দেড় বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাইম আহমেদ (২৫)। সে উপজেলার বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শিবু দাস বলেন, নাইম আহমেদ একটি খারিজ সংক্রান্ত বিষয় নিয়ে রোববার আমার অফিসে এসেছিলেন। তবে ওই দিন জেলা সদরে একটি সভায় অংশ করায় আমার সারাদিন চলে যাই। পরে পুঠিয়ায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হলে আমি সেখানে উপস্থিত হতে হয়। শুধু এ কারণে ওই দিন তাঁর অফিসে যেতে রাত হয়ে যায়। তিনি আরো বলেন,রোববার অফিসে এসে তাঁকে না পেয়ে ক্ষিপ্ত হন নাইম আহমেদ ফিরে যান। পরে সোমবার বিকেলে সহকারি কমিশনারের কার্যালয়ে জমিসংক্রান্ত বিষয়ের শুনানি চলছিল। এ সময় নাইম আহমেদ অফিসে প্রবেশ করতে চাইলে পিয়ন তাঁকে অপেক্ষা করতে বলেন। সে  এতে ক্ষিপ্ত হয়ে পিয়নের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয় এবং উচ্চস্বরে হুমকি দিয়ে বলেন চেহারা বদলাই দেব। তাকে সরকারি কাজে বাধা দেওয়াসহ কয়েকটি ধারায় দেড় বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।