গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত

অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে রহনপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আল আমিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে অটোভ্যানে করে অন্য উপজেলায় সার নেওয়ার সময় জনগন আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঘটনাস্থল উপস্থিত হয়ে এই অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,  গতকাল মঙ্গলবার বিকেলে রহনপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিরার মেসার্স আল আমিন ট্রেডার্স থেকে সার ক্রয় করে অটোভ্যানে করে পার্শ্ববর্তী উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় সাধারণ জনগণ অটোভ্যানটি আটক করে। পরে উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অন্যত্র সার বিক্রির অপরাধে ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া  হয়। সেই সঙ্গে ওই ব্যবসায়ীকে সর্তক করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমি, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।