আশাশুনিতে নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম
আশাশুনিতে নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

আশাশুনিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

উপজেলার ৮৬টি ভোট কেন্দ্রের জন্য মনোনীত ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৫৬ জন পোলিং অফিসারের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সেনা বাহিনীর সিও লেঃ কঃ নাবিদ রেফাত মঞ্জুর, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএন। এছাড়া এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বুধবার বাকীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে