শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কানা ফরিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যেরাতে উপজেলার শেহরাতলী এলাকা থেকে শেখ ফরিদ ওরফে কানা ফরিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে থানায় তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত শেখ ফরিদ শহরতলীর দক্ষিণ কালিনগর এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শেখ ফরিদ গত বছরের ৭ জানুয়ারি রাত আনুমানিক আটটার দিকে নালিতাবাড়ী থানাধীন দক্ষিণ কালিনগর গ্রামস্থ দুদুয়ার খালের ব্রিজের ওপর পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি। পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে ওই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।