খুলনায় পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উদ্ধার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:১৫ এএম
খুলনায় পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উদ্ধার

র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জানুয়ারি ২০২৬ ইং রাত ৯ টা ১০ মিনিটের সময় র‌্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন ৩ নং নৈহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামের একটি ঘর হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি রিভলবার উদ্ধার করে । উদ্ধারকৃত রিভলবার মধ্যে একটি সধফব রহ টঝঅ, ঈড়ষঃ সড়ফবষ ১৮৭৮ ংরী ংযড়ড়ঃবৎ ৎবাড়ষাবৎ. উদ্ধারকৃত রিভলবার ২টি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক জিডি মোতাবেক রূপসা থানায় হস্তান্তর হবে। র‌্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে