নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চাঁনপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি ভাড়াবাসা থেকে মনির মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির পশ্চিম বাজার (ড্রেনপাড়) এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া পুরাতন যন্ত্রপাতির টোকানের কাজ করতেন। গতকাল ২৭ জানুয়ারি আনুমানিক ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর দীর্ঘ সময় বাসায় না ফেরায় স্বজনরা তার খোঁজ নিতে থাকেন। চাঁনপুর রোডের ওই বাসার ভাড়াটিয়া সোমা রাণী দেবনাথ জানান, গত ২০ জানুয়ারি তিনি পারিবারিক কাজে বাসা তালাবদ্ধ করে বিয়ে বাড়িতে রান্নার কাজে আটপাড়া উপজেলার শুনুই এলাকায় যান। পরে ২৭ জানুয়ারি, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে বাসায় ফিরে তালা খুলে পেছনের দরজায় গিয়ে তিনি মনির মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার মাথা দরজার ফাঁকে ঢোকানো অবস্থায় ছিল। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিক হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।