ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:২০ এএম
ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মৃত্যু
ছবি, সংগৃহিত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরে অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। 

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে আগুন ও ধোঁয়া, বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সগুলো দেখা যায়। 

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের জেনারেল জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানের পাঁচ যাত্রীরই মৃত্যু হয়েছে।

৬৬ বছর বয়সী এই ব্যক্তি প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। 

সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনেতে যাবেন বলে জানা গেছে।

মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। অজিতসহ বিমানটিতে থাকা সবাই এতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই।  

জানা গেছে, স্থানীয় সংস্থা নির্বাচনের আগে পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।

এদিকে, বিমান দুর্ঘটনার বিবরণ শেয়ার করে বারামতী বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্তান টাইমসকে বলেন, ভিটি এসএসকে বিমানটি অবতরণের চেষ্টা করছিল, এ সময় বিমানটি রানওয়ের পাশ থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। বিমানটি ছিল একটি লিয়ারজেট ৪৫ যা মুম্বাই থেকে ভাড়া করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি