স্ত্রীর সাথে বিচ্ছেদের পর তাদের দুইজনের ছবি গলায় ঝুলিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন আব্দুর রাজ্জাক মন্ডল (৪২) নামে একজন ইজিবাইক চালক।ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা বাসিন্দা রাজ্জাক মঙ্গলবার সকালে এই কাজ করেছেন।তার দাবি,দ্বিতীয় স্ত্রী রিক্তা খাতুনের সাথে বিচ্ছেদের পর তিনি দায়মুক্তি পেয়েছেন। স্থানীয়রা বলেন, ইজিবাইক চালক রাজ্জাক মন্ডল ৪ বছর আগে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন রিক্তা খাতুনকে। বিয়ের পর ওই স্ত্রীকে সোনার গহনা, নগদ অর্থ ও নিজের গবাদি পশু উপহার দেন। শুরুতে সংসার স্বাভাবিক ভাবে চললেও সম্প্রতি স্ত্রী তার সাথে সংসার চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে নতুন কিছু দাবি উপস্থাপন করেন।কিন্তু, রাজ্জাক মন্ডল ওইসব শর্ত মানতে অস্বীকৃতি জানালে তাদের বিচ্ছেদ ঘটে। তার দেওয়া সোনার গহনা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী নিয়ে যান দ্বিতীয় স্ত্রী। এতে মানসিক ভাবে ভেঙে পড়েন রাজ্জাক। ক্ষোভ ও হতাশা থেকে নিজের দায়মুক্তি ও প্রতীকি প্রতিবাদ হিসেবে তিনি স্ত্রী ও তার নিজের ছবি গলায় ঝুলিয়ে এক মণ দুধ দিয়ে গোসল ও কানে ধরে উঠবস করেছেন। প্রতিবেশী গণজের মিয়া বলেন, দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে পারিবারিক সিদ্ধান্তে বিচ্ছেদের বিষয়টি শোনা গেছে। তবে, দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি।রাজ্জাক মন্ডলের প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, তাদের সংসারে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক সবকিছু দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। পরে অর্থ-সম্পদ নিয়ে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে গেছে।রাজ্জাক মন্ডলের মা জহুরা খাতুন বলেন, আমার ছেলের স্ত্রী রিক্তা কাজী ডেকে এনে ছেলেকে তালাক দেয়। এজন্য ছেলে আজ দুধ দিয়ে গোসল করলো।রাজ্জাক মন্ডল বলেন, সংসার টিকিয়ে রাখতে রিক্তাকে সবকিছু দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারনার শিকার হয়েছি। বিচ্ছেদের মাধ্যমে আমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।মানসিক কষ্ট থেকেই দুধ দিয়ে গোসল করেছি যাতে আমার দ্বিতীয় বিয়ে দায়মুক্তি ঘটে।