পাবনার সুজানগরের বদনপুর গ্রামে ভাতিজাদের বিরুদ্ধে যৌথ মালিকানাধীন জায়গার উপর থেকে জোরপূর্বক আনুমানিক ২০লক্ষ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টার। এ ব্যাপারে সুজানগর থানায় একটি জিডি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টার এবং তার ভাতিজা আশিকুর রহমান বাবুসহ আরও দুই ভাইয়ের মধ্যে বদনপুর মৌজায় অবস্থিত যৌথ মালিকানাধীন ৩৩শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এলাকার প্রধানগণ ইতিপূর্বে সালিশী বৈঠকের মাধ্যমে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিষ্পত্তির উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে নিষ্পত্তি হয়নি। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে আশিকুর রহমান বাবু এবং তার অন্যান্য ভাইয়েরা বিরোধপূর্ণ ওই জমির উপর থাকা আনুমানিক ২০লক্ষ টাকা মূল্যের মেহগণিসহ অন্যান্য জাতের গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। আব্দুস সাত্তার মাস্টার বলেন আমার ভাতিজা উক্ত আশিকুর রহমান বাবু একজন প্রভাবশালী সরকারি কর্মকর্তা। সেকারণে আমি বিরোধপূর্ণ ওই জমির উপর থাকা গাছ কাটা বাধা দিলেও সে এবং তার অন্যান্য ভাইয়েরা বাধা নিষেধ উপেক্ষা করে জোরপূর্বক গাছ গুলো কেটে নিয়ে যায়। সেই সঙ্গে তারা আমার জীবন নাশের হুমকী প্রদান করে। এতে আমি নিরুপায় হয়ে সুজানগর থানায় একটি জিডি করেছি। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করেছি। আদালতের নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।