পেট্রোলের আগুনে জাবি ছাত্রদল নেতাসহ দগ্ধ ৪

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৩৩ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:৪৮ এএম
পেট্রোলের আগুনে জাবি ছাত্রদল নেতাসহ দগ্ধ ৪
ছবি, সংগৃহিত

সাভারের আশুলিয়ায় একটি বাসায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে পেট্রোলের আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধ হয়েছেন। 

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ ছাত্রদল নেতাসহ দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুই ভাইকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- জাবি শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত।

স্বজন এবং বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। তবে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। থাকেন হলেই।

 তারা আরও জানান, আশুলিয়ার ইসলামপুর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাত। সেই বাসায় রায়হান ও তার আপন ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েছিলেন সাইফুল। সেখানে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রেগে গিয়ে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে পুড়ে সাইফুল, হাসিনু ও দুইভাই দগ্ধ হন।

আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্য রাতে সাইফুল ও হাসিনুরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আর সহোদরকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাইফুলের শরীরের ৩০ শতাংশ এবং হাসিনুরের শরীরের ১৫ শতাংশ  দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে