বিএনপির ১৭ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর প্রচারণা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৩০ পিএম
কিশোরগঞ্জ-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর প্রচারণা

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর নিকলী) সংসদীয় আসনে বি,এন,পি বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমানের পক্ষে প্রচার প্রচারনায় অংশ নেওয়ায় কারণে দুই উপজেলায় শতজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত  ২৬ জানুয়ারী বি,এন,পির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবির রিজবীর স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে বাজিতপুর উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি মস্তুফা আমিনুল হক, দিঘিরপাড় ইউনিয়ন বি,এন,পির সভাপতি শাহরিয়ার শামীম, নিকলী উপজেলা বি,এন, পির সহসভাপতি এডভোকেট মানিক মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, নিকলী সদর ইউনিয়ন বি,এন,পির সাধারণ সম্পাদক আল-মামুন,জারইতলা ইউনিয়ন বি,এন,পি সভাপতি কামরুল হাসান, বি,এন,পির ক্রিয়া ও সাংস্কৃতি সম্পাদক মনির হোসেন,বাজিতপুর বলিয়াদীর ইউনিয়ন সভাপতি ফিরোজ খান,ছাতিরচর ইউনিয়ন বি,এন,পি সভাপতি পরশ মাহমুদ,সাধারণ সম্পাদক মেহেদী সাহান মুক্তার,দামপাড়া ইউনিয়ন সভাপতি আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বি,এন,পি সভাপতি হারুন-অর-রশিদ,সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তপু,গুরই ইউনিয়ন বি,এন,পির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,কারপাশা ইউনিয়ন বি,এন,পির সাধারণ সম্পাদক , আশরাফ উদ্দিন। দলীয় সূত্রে জানায় বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রাথী শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এই কারণে তাদের বিরুদ্বে দলীয় সিদ্বান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। জানা যায় পদ হারানোর পর নিকলী-বাজিতপুর উপজেলা বি,এন,পির নেতাকর্মীদের মধ্যে অনেকেই অতঙ্কের মধ্যে আছেন। নিকলী উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক রফিকুল ইসলাম লিটন বলেন দলীয় সিদ্বান্তের বাইরে কাউকে যাওয়া উচিত নয়।বাজিতপুর নিকলী সংসদীয় আসনের বি,এন,পির ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা বলেন, দলীয় সিদ্বান্তের বাইরে থাকা উচিত নয় বলে উল্লেখ্য করেন।

আপনার জেলার সংবাদ পড়তে