পিরোজপুরের কাউখালীতে মধুমতি ব্যাংক পিএলসি বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন কাউখালী উপজেলা সদরের উত্তর বাজারে এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর বারোটায় মধুমতি ব্যাংক পিএলসি বরিশাল শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম কাউখালী শাখার মধুমতি ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক ব্যবসায়ী গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক,এছাড়া উপস্থিত ছিলেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনাল বরিশাল জোন এর চিফ বিজনেস ম্যানেজার মীর মোঃ নাবিয়ান আজিজ, বরিশাল ব্রাঞ্চের জেনারেল ব্যাংকিং অফিসার মোঃ আনিসুর রহমান, বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং অফিসার মোঃ তাইফুর রহমান, কাউখালী শাখার এজেন্ট লিয়াকত হোসেন তালুকদার, কাস্টমার সার্ভিস অফিসার মোঃ মশিউর রহমান জনি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ জুয়েল।