বুধবার (২৮ জানুয়ারি) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ হল রুমে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য”শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেব কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম। তালা সমাজসেবা কার্যালয়ের তৌফিক ইমরানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান নয়ন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আমিনুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল, সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ।