শুক্রবার লক্ষ্ণীপুরে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:২৭ পিএম
শুক্রবার লক্ষ্ণীপুরে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা

আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) লক্ষ্ণীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার আগমন উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী লক্ষ্ণীপুরে এক সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আয়োজনে লক্ষ্ণীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনসভার আয়োজন ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এবং লক্ষ্ণীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ৩০ জানুয়ারি দুপুর ৩টায় লক্ষ্ণীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এ জনসভায় প্রায় দুই লাখ মানুষ অংশ নেবে এবং পুরো শহর লোকারণ্যে পরিণত হবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও লক্ষ্ণীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশানসহ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে