ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোট মনোনিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগ কালে বাংলাদেশর ১ নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস বলে মন্তব্য করেছেন।
এদিন রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন এই এনসিপি নেতা। এর আগে দুইদিন তার উপর ডিম ও পানি ছুড়ে মারা ইস্যুতে জিজ্ঞেস করা হলে নাসিরুদ্দিন পাটওয়ারী জানান, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি বেয়াদব হই তবে আমি তাই।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তাহলে তার প্রতি সম্মান প্রদর্শন ছাড়া ১২ তারিখ পর্যন্ত কিছুই করার নাই।”
এসময় ধৈর্যের পরিক্ষা না নিতে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রতি অনুরোধও জানান তিনি।