বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.বায়জিদ সরদার, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাম সুদ খান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক, জাতীয় গণমাধ্যমকর্মী এবং আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহাবুব ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ওমর আলী সানি, সদস্য মাসুম, মাহমুদ হোসেন,আহাদ তালুকদার, সাজিদসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমরা প্রতিটি ভোটকেন্দ্রকে ভোট গ্রহণের উপযোগী করে তুলছি। যাতায়াতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তার সমাধান করা হচ্ছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগৈলঝাড়া থানা ওসি মোহাম্মামস মাসুদ খান বলেন, প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য কঠোর নজরদারি থাকবে। সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) বায়জিদ সরদার জানান, খোলা বাজারে জালানি তেলের অবৈধ বিক্রি রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারেও প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।