গফরগাঁও আসনে ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী 'ছাতা' প্রতীকের প্রচারাভিযান

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:১২ পিএম
গফরগাঁও আসনে ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী 'ছাতা' প্রতীকের প্রচারাভিযান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন। গত বুধবার (২৭ জানুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর শহরের জামতলা মোড়স্থ এলডিপি কার্যালয় থেকে এ প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারাভিযানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গফরগাঁও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ।তিনি বলেন, জনসাধারণের শাসক নয়, সেবক হতে রাজনীতি করছি। পরে গণসংযোগ শুরু হয় পৌর শহরের বাজার, বিপনি বিতান সহ বিভিন্ন এলাকায়। এসময় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, লিফলেট বিতরণ এবং ছাতা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী, গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে