গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি নারীঘটিত মামলার আসামি সজিব সরকার গংরা জামিনে এসে বাদী পরিবারের উপর হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৭ জানুয়ারি দুপুরের দিকে উপজেলার ভাত ইউনিয়নের গংগানারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বাদী পক্ষের লোকজন আহত এবং ঘরবাড়ি পুড়ে ছাই হয়। আহতরা হলেন- গংগা নারায়নপুর গ্রামের আনোয়ারুল সরকারের স্ত্রী ফাতেমা বেগম, আব্দুল হামিদ সরকার, এনামুল হক, আনোয়ারুল সরকার, ফুয়াদ মিয়া ও রিফাত মিয়া। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়- নারীঘটিত ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে গংগা নারায়ণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব সরকার ও সাদেকুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা সমপ্রতি আদালত থেকে জামিনে আসেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদী ফাতেমা বেগমের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদী ও তার লোকজনকে মারধর করে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় থমথমে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।