কমলগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভা

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:২২ পিএম
কমলগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতিমুক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন করা হলেও ৭১ এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লুটপাট ও দূর্নীতির কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারই কারণে জুলাইর গণঅভ্যূত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুণরায় পরিবর্তনের পথে চলছে। তিনি আরও বলেন- এরইমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াবে। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর রিকশা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় দলটির আমির মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন। তিনি গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও: নুরুল মোত্ত্বাকীন জুনাইদ এর সভাপতিত্বে ও মাও: সামছুল ইসলাম ও শাহ মিছবাহ’র যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাও: আব্দুল মতিন, মাও: ফারুক আহমেদ, মুফতি মাও: লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীকে এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে