ভোটের মাঠে গোলকিপার নেই

স্ট্রাইকার অনেক-জাপা'র প্রেসিডিয়াম সদস্য

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:২৫ পিএম
স্ট্রাইকার অনেক-জাপা'র প্রেসিডিয়াম সদস্য

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-২, বরিশাল-৩ ও বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। এরমধ্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বরিশাল থেকে অন্তত দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবেন। তবে বাস্তবতা হলো, আমরা এখনো প্রকৃত অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস অভিযোগ করে বলেন, বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাবন্দী। তিনি এই আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হলেও তাকে পরিকল্পিতভাবে নির্বাচনী মাঠের বাহিরে রাখতে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এপর্যন্ত তার বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়েছে। তাপস বলেন, একটি মামলায় জামিন পেলে সাথে সাথে আরেকটি মামলায় তাকে আসামি করা হচ্ছে। নতুন নতুন মামলায় অজ্ঞাত ও সন্দেহভাজন আসামি দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আমাদের নির্বাচনী মাঠে গোলকিপার নেই কিন্তু স্ট্রাইকার অনেক। তিনি আরও বলেন, গোলাম কিবরিয়া টিপুর এই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ আসনের প্রায় প্রতিটি ঘরে তার ভোট রয়েছে। জনগণের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও লাকুটিয়া এলাকায় কারাবন্দী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে জনসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এ সময় অন্যান্যদের মধ্যে গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। হাবিবা কিবরিয়া জনগণের কাছে তার বাবার মুক্তি ও ন্যায়বিচারের জন্য ভোট প্রার্থনা করে বলেন, আমার বাবা জনগণের ভোটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ তিনি কারাবন্দী কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। জনসংযোগকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ এখনো পুরোপুরি সমান নয় এবং বিরোধী প্রার্থীদের হয়রানির মাধ্যমে মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।