চাটমোহরে বিএনপি'র ৪ নেতা বহিস্কার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩১ পিএম
চাটমোহরে বিএনপি'র ৪ নেতা বহিস্কার

পাবনার চাটমোহরে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠণবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠণের গুরুত্বপূর্ণ ছয় নেতাকে বহিস্কার করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বহিস্কুতদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিস্কৃত নেতারা হলেন,চাটমোহর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব,সাবেক সাধারণ সম্পাদক,চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,চাটমোহর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তায়জুল,চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। দলীয় সূত্রে জানা গেছে,পাবনা-৩ আসনে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার সমর্থনে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ,মশাল মিছিল ও সমাবেশ করে। কিন্তু দলীয় মনোনয়ন পরিবর্তন না হওয়ায় কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে তাঁকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কে এম আনোয়ারুল ইসলামকে দলীয় সকল পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। কে এম আনোয়ারুল ইসলামের সাথে প্রচার প্রচারণায় যুক্ত থাকায় এই চার নেতাকে বহিস্কার করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে