পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আব্দুর রব মিঞার সভাপতিত্বে সকাল ১০টায় অতিথি হিসেবে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও স্বতন্ত্র এমপি প্রার্থী,সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। এসময় মিসেস নিলুফার তুহিন,বিদ্যালয়ের সাবেক সভাপতি,ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার সরকার,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ভিপি সেলিম রেজা,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র,প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষকমন্ডলী,সুধিজন উপস্থিত ছিলেন। একইদিন উপজেলার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়,কাটেঙ্গা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় ও চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।