মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি সংস্খা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এমপাওয়ারহার প্রকল্পের আওতায় পাবনার চাটমোহরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিসিডিএস চাটমোহর কার্যালয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে চাটমোহর উপজেলার লিঙ্গ ভিত্তিক সহিংসারোধে সামাজিক সংবেদনশীলতা ও নাগরিক অংশগ্রহণ জোরদার এবং চাটমোহরের নারী ও শিশু নির্যাতন বিষয়ে বক্তব্য তুলে ধরেন উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি প্রধান শিক্ষক শাহিদা সুলতানা লিপি। স্বাগত বক্তব্য দেন জেলা মনিটরিং অফিসার সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী।