শেরপুর-১ আসনে

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার অঙ্গীকার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম
সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে শেরপুর-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। অনুষ্ঠানে শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ মো. রাশেদুল ইসলাম, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইলিয়াস উদ্দিন এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি’র পক্ষে আশরাফুল ইসলাম ইশতেহার পাঠ করেন। এসময় শেরপুর-১ আসন নিয়ে প্রার্থীরা তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। ইশতেহার পাঠকালে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার পাশাপাশি একজন চিকিৎসক ও নারী প্রার্থী হিসেবে নারীদের স্বাবলম্বী করা এবং চিকিৎসা সেবায় নিজেকে নিবেদিত রাখবেন তিনি। পাশাপাশি চরানাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি। জামায়াতের প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘‘চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার পাশাপাশি সমাজের সর্বস্তরে ইনসাফ, ন্যায়বিচার ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করা হবে। দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে তরুণ সমাজকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।’’ স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত শেরপুর গড়ার জন্য তার কোনো নির্ধারিত লিখিত ইশতেহার নেই। তবে নির্বাচিত হলে আসনের যেকোনো সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি বলেন, পূর্ববর্তী এমপিরা নির্দিষ্ট কিছু এলাকায় উন্নয়ন করলেও তিনি পুরো আসনজুড়ে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।’’ ইশতেহার পাঠ অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, র‌্যাবের প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইশতেহার পাঠ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে