বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ- এর দ্বিতীয়তম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ পিএম
বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ- এর দ্বিতীয়তম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ (বপসপ) এর দ্বিতীয় তম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও নির্বাচন শেষ হয়েছে। সভাপতি পদে দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার মোঃ আশরাফ হাওলাদার ও সাধারণ সম্পাদক লালসবুজ বাংলা টিভির চেয়ারম্যান রাজিব মিয়া নির্বাচিত হয়েছেন। দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার হাফিজ রহমানের উপস্থাপনায় প্রধান নির্বাচন কমিশন সালাম মাহমুদ, সহকারী নির্বাচন কমিশন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূইয়া, সহকারী নির্বাচন কমিশন এম এ মমিন আনসারী নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা স্মরণ রেখে সদস্যদের মতামত নিয়ে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মনসুর রহমান পাশা, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রাজিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক ইলিয়াস আলী মাসুক, অর্থ সম্পাদক আহসান আলী বিশ্বাস, প্রচার সম্পাদক মনজুর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া  বিষয়ক সম্পাদক শেখ একরামুল ইসলাম, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসিফ মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী কদর, ত্রাণ বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম মতি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নকিবুল হক নকিব, নির্বাহী সদস্য মুন্সি সাদিকুর রহমান শাহিন, মোস্তাফিজুর রহমান সুজন, মোঃ আনিসুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে