বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর নব নির্বাচিত আহবায়ক কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেন। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান বলেন- আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সংগঠন করেছেন, “বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ “ আমি আশা করি এই সংগঠন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেতৃত্ব আপোষহীন গনতান্ত্রিক দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া নীতি নৈতিকতা মূল্যবোধ সততা মানবিকতা সামাজিকতা আদর্শ ধারন অনুসারন করে তাকে সকলের কাছে স্মরনীয় করে রাখবেন। নেত্রীর নারী শিক্ষা ও এতিমদের রাস্ট্রে বড় স্থানে তুলে আনার চেষ্টা ছিল সব সময়। সেটা আপনাদের মাধ্যমে শুরু করবেন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- আহবায়ক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সদস্য সচিব সাইফ মাহামুদ জুয়েল, মুখ্য সমন্বয়ক ও সংগঠক ড.কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক ডা: এ বি সিদ্দিক হাওলাদার, ড. এ এস এম রহমান হালিম তনু, জাহাংগীর আলম, জেএম আনিসুর রহমান, টি এম জহিরুল হক তুহিন, ডাক্তার নাজলিন আহমেদ, ডা: জোনায়েদ পাটোয়ারী, মিসেস রত্না রহমান, মোহাম্মদ শামীম মিয়া, ডা: আমজাদ হোসেন, মিসেস নিপা আক্তার, মিসেস কাবেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, সোলায়মান তালুকদার, মো: সোলায়মান হাওলাদার প্রমুখ।