নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানে থাকা পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ এএম
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানে থাকা পাঁচ যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাঠকাঠি শিবপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও স্বাস্থ্য বিভাগ জানায়, ভোররাতে দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটের দিকে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথিমধ্যে নজিপুরগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটিকে সজোরে চাপা দেয়।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাই। গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন।”

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নূরপুর এলাকার বিপুল পাহান, সঞ্জু রাওসহ এনায়েতপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা। দুর্ঘটনায় সামন্ত নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে