ভোট সম্পন্ন করা ১ লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট দেশে এলো

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:২৮ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪ এএম
ভোট সম্পন্ন করা ১ লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট দেশে এলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পাঠানো বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা ইতোমধ্যে তাদের ভোট পাঠানো শুরু করেছেন এবং প্রতিদিনই নতুন ব্যালট দেশে আসছে।

সালীম আহমাদ খান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ব্যালট হাতে পাওয়ার পর ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

তিনি আরও জানান, প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত নির্দিষ্ট শ্রেণির ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে আইসিপিভি নিবন্ধনের আওতায় ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। এর মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার ভোট শেষে পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন আশা করছে, সময়ের মধ্যে আরও বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছাবে এবং সেগুলো নির্ধারিত নিয়মে গণনায় অন্তর্ভুক্ত করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলোই কেবল গণনায় ধরা হবে। সে কারণে ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে