কুমিল্লা-৪ আসনে মুন্সীর প্রার্থিতা থাকবে কি না, আপিল বিভাগের সিদ্ধান্ত রোববার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:৪৯ পিএম
কুমিল্লা-৪ আসনে মুন্সীর প্রার্থিতা থাকবে কি না, আপিল বিভাগের সিদ্ধান্ত রোববার
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা রোববার জানা যাবে। প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদেশের জন্য এই দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষ করে আদেশের দিন ধার্য করেন। আদালতের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে। আপিল বিভাগের রায়ের দিকেই এখন তাকিয়ে আছেন মুন্সী ও তার সমর্থকেরা।

কুমিল্লা-৪ আসনে মুন্সীর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন নির্বাচন কমিশনে।

এর পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি বিকেলে ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন।

২১ জানুয়ারি ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এখন আপিল বিভাগের আদেশের ওপরই নির্ভর করছে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি ভবিষ্যৎ। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না।

আপনার জেলার সংবাদ পড়তে