চাঁদপুরের বালু খেকোদের রুখে দেয়ার সময় এসেছে: জকসুর ভিপি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০১:৪০ পিএম
চাঁদপুরের বালু খেকোদের রুখে দেয়ার সময় এসেছে: জকসুর ভিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নতুন করে একটি দল স্বৈরাচারের ভূমিকায় আবির্ভাব হতে চলেছে। তারা পাথর মেরে আমাদের ভাইদেরকে হত্যা করছে। তারা আমাদেরকে মা-বোনদের প্রকাশ্যে রাজপথে হামলা করেছে। দিনে দুপুরে চরাঞ্চলের ফসলী জমি, নদীর বালু কেটে নিয়ে যাচ্ছে। চাঁদপুরের বালু খেকোদের রুখে দেয়ার সময় এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এগারো দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করে এইসব নব্য স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজদের রুখে দিতে হবে। শনিবার(৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর-৩ সদর আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চাঁদপুর-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মো. শাজাহান খানের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে