হেড লাইট জ্বালিয়ে যান চলাচল

পত্নীতলায় হঠাৎ ঘন কুয়াশার হানা

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:২২ পিএম
পত্নীতলায় হঠাৎ ঘন কুয়াশার হানা

৩১ ডিসেম্বর শনিবার সকাল ৭টা পর্যন্ত পত্নীতলার আকাশ ঝকঝকে থাকলেও ৩০ মিনিটের ব্যবধানে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পত্নীতলাসহ আশেপাশের উপজেলা। মানুষ ঘুম থেকে উঠে পরিচ্ছন্ন আকাশ দেখলেও হঠাৎই কুয়াশার এই রুপ তাদের মাঝে উদ্দীপনার সৃষ্টি করে। সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়লে দৃষ্টিসীমা ক্ষীণ হয়ে যায়। এ সময় যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। চলতি মৌসুমে শীতের শুরুতে উপজেলায় শীত জেঁকে বসে। প্রায় ২ সপ্তাহব্যাপি হাঁড়কাপানো শীতের পর মাঝখানে শীতের দাপট কমে যায়। মাঘের মাঝামাঝি সময় চলে আসায় অনেকেই শীত হবেনা ভেবে শীতবস্ত্র গুছিয়ে রাখে। তবে শনিবার সকালে ঘন কুয়াশা ও শীতের প্রাবল্যতা তাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। সকাল ৮টায় নজিপুর বাজারের জুয়েল রানা জানান, তিনি সকাল সাড়ে ৬টায় যখন ঘুম থেকে ওঠেন তখন কোন কুয়াশাই ছিলো না। এর প্রায় ঘন্টা খানেক পর দেখেন চারিদিক অন্ধকার। সকালে এভাবে কুয়াশায় চারিদিক ঢেকে যাওয়া তার জীবণের প্রথম দেখা বলেও তিনি মন্তব্য করে বলেন, এটা তাকে বেশ অবাক করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে