একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূন পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন-ব্য করেছেন সরাইল রিজিউন(সিলেট, শ্রীমঙ্গল, কুমিলা ও ময়মনসিংহ)অধিনায়ক বিজিবির কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডবিউসি(পিএসসি)। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে এক প্রেস ব্রিফিএ তিনি আরও বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি অধিনায়ক আরো জানান, সরাইল রিজিউনের অধীন ৪টি ব্যাটালিয়ন সিলেট, শ্রীমঙ্গল, কুমিলা ও ময়মনসিংহ ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনে ৯২টি উপজেলায় ৩৩০ পাটুন(৬৬০০জন) বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান-বর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।এ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকণেল তানজিলুর রহমান সহহবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।