নির্বাচনী জনসভায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন আগামী সোমবার (২ ফেব্রুয়ারী)। তিনি ওইদিন সকাল ১০ টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। এদিকে, প্রায় দুই যুগ পর খুলনায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আড়ম্বরপূর্ণ আয়োজনে তাকে বরণের প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। তিনি বলেন, ইতিমধ্যেই নগর ও জেলা বিএনপির প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর পর আগামী সোমবার তারেক রহমান খুলনায় আসছেন। এ উপলক্ষ্যে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।খুলনায় নির্বাচনী জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে দলীয়ভাবে। চেয়ারম্যানের এই আগমমকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। এ সংবাদ পেয়ে জেলা ও মহানগর তাৎক্ষনিক আলোচনায় বসে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। নেতাকর্মীরা তাকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনার দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এর আগে সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনায় এসেছিলেন তারেক রহমান। ওইদিন জিয়া হলে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন তিনি। দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে কর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে তাকে স্বাগত জানানো হবে।