নাঙ্গলকোটে সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস'র এর আয়োজনে ও সংস্থাটির চেয়ারম্যন আমেরিকা প্রবাসী মামুনুর রশীদ এর অর্থায়নে নাঙ্গলকোট ও এর আশেপাশের উপজেলার স্কুল ও মাদ্রাসার নবম-দশম শ্রেণীর প্রায় সাড়ে ৪'শ মেধাবী নিয়ে টেলেন্ট হান্ট প্রোগ্রাম শনিবার ৩১জানয়ারী দিনব্যাপি হাসান মেমোরিয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মানব জীবনে মাদকের ক্ষতিকর প্রভাব ও জনসচেতনতা সহ বাংলা,গণিত,ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় সেরা ৩ছাত্রকে ৩টি ল্যাপটপ সহ ২০জন প্রতিযোগীকে দেয়া হয়েছে নগদ অর্থ,শিক্ষা উপকরণ, মেডেল ও সনদ। এসময় উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস সদস্য সচিব ওমর ফারুক, নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, চোকুড়ী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস এর মূখপাত্র প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সদস্য রাসেল মাহমুদ,মাহফুজ, মনির,মিজান, মাসুদ, রিয়াজ সহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রদান শিক্ষক। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।