কম্পিউটার সাইন্সে উচ্চতর ডিগ্রি অর্জনে কানাডায় গমন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ঢাকা) ছাত্র তানভীর হাসান ।
আজ ১২ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে তাকে বহনকৃত বিমানটি ছেড়ে যাবে।
তানভীর হাসান সৌরভ কবি, গবেষক ও কলামিস্ট মিঞা জামশেদ উদ্দীন-এর ভাগিনা ও মেজবোন রওশন আরা বেগমের মেজো ছেলে। তার পিতা- আব্দুল মান্নান মাস্টার বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। তানভীর হাসান সৌরভ "এ্যাপ্লাইড কম্পিউটার সাইন্স" বিষয়ে দেশটির (কানাডা) একটি পাবলিক বিশ্ববিদ্যালয় "কনকর্ডিয়া ইউনিভার্সিটি"তে স্বল্পমেয়াদি দু-বছরের উচ্চতর। বিশেষ কোর্স গ্রহণ করবেন। তার গবেষণাপত্র ছিল "প্লাগিয়ারিজম ডিটেকশন ইউসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি"। এ অভিসন্দর্ভ (গবেষণাপত্র) প্রকাশিত হয় আইজেসিআইএস (ইন্টারন্যাশনাল জার্নাল অব. কম্পিউটার এন্ড ইনপরমেশন সিস্টেম ) জার্নালে।
এছাড়া ২০২৩ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ( ঢাকা) থেকে কম্পিউটার সাইন্সে (অনার্স) ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রামের ফেনী জেলার মৌলভী শামছুল করিম কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি ( বিজ্ঞান) ও দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি ( বিজ্ঞান) উত্তীর্ণ হন।
সৌরভ চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।