চন্দনাইশে শুক্লাম্বর দীঘির মিলন মেলা আজ

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০১:২১ পিএম
চন্দনাইশে শুক্লাম্বর দীঘির মিলন মেলা আজ

 চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুক্লাম্বর দীঘির মিলন মেলা আজ (১৪জানায়ারী)। প্রতিবছরের ন্যায় এবার ও বিপুল উৎসাহ উদ্দীপনার লাখো ভক্তের সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্লাম্বর দীঘির মেলা। চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের শেভন্দী এলাকায় প্রায় সাড়ে সাত শত বছর পূর্বে ভারতের নদিয়া থেকে শুক্লাম্বর নামে এক সাধক এ দীঘির পাড়ে এসে অবস্থান নেন। কয়েক বছর পর ওইখানে মৃত্যু বরণ করেন। সেই দিন হতে এ বিশাল দীঘিটি মানুষের কাছে শুক্লাম্বর দীঘি নামে পরিচিত হয়ে উঠে। তখনকার সময় ধরে সেই শুক্লাম্বর সাধকে নামে দিয়ে আসছে পূজা-পার্বণ। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্তঞ্চল থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ মনের কামনা বাসনা পূরণে শুক্লাম্বর দীঘিতে স্নান, দুগ্ধ দান, মোমবাতি প্রজ্বলন এবং ছাগল কিংবা কবুতর উৎসর্গ করে থাকেন। দীঘির পাড়ে গড়ে উঠা মন্দিরে দিনব্যাপী চলে পূজা আর্চণা। এ ছাড়া ও লাখো ভক্তের সমাগমে দীঘির পাশে বসে সু-বিশাল মেলা। এতে হরেক রকমের পরসা নিয়ে বসে কয়েক শতাধিক দোকান-পাট। এদিন ভোর বেলা থেকে রাত প্রায় ১১টার পর্য্যন্ত চলে বেচা কেনা। আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। মেলা উদযাপন কমিটির সভাপতি বাবু হারাধন দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,- দীঘির মেলা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য ছাড়া প্রায় শতাধিক সেচ্ছাসেবক বাহিনী রয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে