জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০২:৪৯ পিএম
জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর থেকে  মধ্য রাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মূফতি আব্দুর রহীম কাসেমীর সভাপতিত্বে মাদ্রাসা পরিচালক ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মুখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার শিক্ষক আল্লামা শায়েখ শামসুল হক সুফিজী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলাউদ্দিন করিমপুরী সিলেট। 

ইসলামী মহা সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া‘র মুহাদ্দিস আল্লামা মুফতি মাজহারুল হক কাসেমী,দৌলতপুর নুরে মদিনার মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম,ঢাকা জামিয়াতু ইব্রাহীমের শাইখুল হাদিস মাওলানা জালাল উদ্দিন,আশুগঞ্জ সোনারামপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবদুল বারি ফান্দাউকী,চাপরতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাসিবুল হাসান নুরী,গোকর্ণ নাজিমে তা‘লীমাত মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী,উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমেদ,চাপরতলা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক,ভূবন আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী,মাওলানা ফখরুল ইসলাম কাসেমী,মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মুফতি আবুল খায়ের মিসবাহসহ আরো অনেক ওলামায়ে কেরামগণ বয়ান করেন। ইসলামী মহা সম্মেলনে জামিয়া কাসেমিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। বার্ষিক ইসলামী মহা সম্মেলন শেষে আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিমদের জন্য শান্তি ও কল্যান কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা শায়েখ শামসুল হক সুফিজী।

আপনার জেলার সংবাদ পড়তে